Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

অফিস সংক্রান্ত তথ্যঃ

 

ক নং পদবী

অনুমোদিত পদ সংখ্যা

কর্মরত শূন্যপদ
উপজেলা শিক্ষা অফিসার ১াট ১টি ০টি
সহকারী উপজেলা শিক্ষা অফিসার ৫টি ৪টি ১টি
উচ্চমান সহকারী হিসাবরক্ষক ১টি ০টি ১টি
অফিস সহকারী কাম টাইপিস্ট ১টি ১টি ০টি
হিসাব সহকারী ১টি ০টি  ১টি
অফিস সহায়ক ২টি ২টি ০টি

 

  • সূত্র- উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট।

 

 

বিদ্যালয় সম্পর্কিত তথ্য

মোট বিদ্যালয়ের সংখ্যা- ২২৩টি [ সরকারি- ৬৬টি, জাতীয়করণ-৬৮টি, বে-সরকারি-৪৯টি, কেজি-২৯টি এনজিও-০৫টি ইবতেদায়ী-০১টি, শিশু কল্যাণ-০১টি]

 

ক্লাস্টার সমূহঃ

ক্রমিক নং ক্লাস্টারের নাম ক্লাস্টার কোড বিদ্যালয় সংখ্যা
বুড়িমারী ৭০৬০৩০১ ২৬টি
পাটগ্রাম ৭০৬০৩০২ ৩০টি
পানবাড়ী ৭০৬০৩০৩ ২৮টি
বাউরা ৭০৬০৩০৪ ৩১টি
শ্রীরামপুর ৭০৬০৩০৫ ২৭টি

প্রধান শিক্ষক- অনুমোদিত পদ-১৪৫টি কর্মরত- ৬২টি শুন্য পদ- ৮৩টি

সহকারী শিক্ষক- - অনুমোদিত পদ-৭০২টি কর্মরত- ৬৭২টি শুন্য পদ- ২৯টি

দপ্তরী কাম প্রহরী- অনুমোদিত পদ-৬৬টি কর্মরত- ৫২টি শুন্য পদ- ১৪টি 

 

ভিশন ও মিশনঃ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রূপকল্প (Vision), অভিলক্ষ (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রূপকল্প (Vision), অভিলক্ষ (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলী

 

  • রূপকল্প (Vision):  সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা।

 

  • অভিলক্ষ (Mission): প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সকল শিশুর জন্য একীভূত ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।

 

  • কৌশলগত উদ্দেশ্য (Strategic Objectives)

 

  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কৌশলগত উদ্দেশ্যসমূহ
    • সর্বজনীন ও বৈষম্যহীন প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ;
    • মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ;
    • প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়ন (বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা)।

 

 

  • কার্যাবলী: (Functions) 

১.    প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন;

২.   প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষাক্রম উন্নয়ন/পরিমার্জন;

৩.   প্রাথমিক শিক্ষা স্তরের পাঠ্যবইয়ের পাঠ্যসূচি/পাঠ্যক্রম (Curriculum) তৈরি, মুদ্রণ ও বিতরণ;

৪.   প্রাথমিক শিক্ষা সংক্রান্ত গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম।

 

আমাদের অর্জন সমূহঃ

গত তিন বছরের অর্জনসমূহ: [২০১৮, ২০১৯, ২০২০]

প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতা ভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিনকরণে পাটগ্রাম উপজেলায় ৭০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়রণ করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণসহ সহকারী শিক্ষকের বেতন একধাপ উন্নীত হয়েছে। শিক্ষক : শিক্ষার্থী এবং শিক্ষার্থী : শ্রেণিকক্ষের অনুপাত হ্রাসকরণের লক্ষ্যে এ উপজেলায় নতুন শিক্ষকের ৮০টি নতুন পদ সৃষ্টিসহ ৮০ জন শিক্ষকের নিয়োগ প্রদান করা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নলকূপ স্থাপনসহ ১০৯টি ওয়াশব্লক নির্মাণ করা হয়েছে। বাস্তব চাহিদার আলোকে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে মোট ৬৬টি দপ্তরি কাম প্রহরী পদ সৃজন করা হয়েছে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সকল শিক্ষার্থীর মধ্যে ২০২০ সালে বিনামূল্যে ১২৭৯৫০০(বার লক্ষ উনআশি হাজার পাঁচশত) বই বিতরণ করা হয়েছে | তাছাড়া, ঝরে পড়া রোধসহ প্রাথমিক শিক্ষা সমাপনের লক্ষ্যে দরিদ্র পরিবারের শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় ২৯ হাজার ৬ শত ৫১ জন শিক্ষার্থীকে উপবৃত্তি এর আওতায় আনা হয়েছে। ১৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে। ১৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি গঠন করা হয়েছে। এছাড়াও ১৪২ টি বিদ্যালয়ে টিফিন বক্সের মাধ্যমে শিক্ষার্থীরা দুপুরের খাবার নিয়ে আসে। বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণের মাধ্যমে ১৪১টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP)  বাস্তবায়নের জন্য বিদ্যালয় প্রতি বাৎসরিক ৫০ থেকে ৭০ হাজার টাকা করে বরাদ্দ প্রদান করা হচ্ছে। ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ২০১২ সাল হতে  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট পরিচালিত হয়ে আসছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ সালে জাতীয় পর্যায় টেপুরগারি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চ্যাম্পিয়ন হয় এবং ২০১৮ সালে জাতীয় পর্যায় রানার্স আপ হয়| ২০১৮ সাল জাতীয় পর্যায় দীর্ঘলম্ফে সরদার পারা প্রাণকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চ্যাম্পিয়ন হয় জাতীয় শিশু পুরষ্কার ২০১৯ প্রতিযোগিতায় জাতীয় পর্যায় ১০০ মিটার দৌড়ে পাটগ্রাম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি চ্যাম্পিয়ন হয় ১১৩টি বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া এবং সাউন্ড বক্স সরবরাহ করা হয়েছে।

 

২০১৯-২০ অর্থবছরের প্রধান অর্জনসমূহ:

⇒ নির্ধারিত সময়ে শিক্ষাথীদের মধ্যে বিনামূল্যে বই বিতারণ

⇒ ৩য় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীর বাংলা পঠন দক্ষতা অর্জন

⇒ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও স্কুল ফিডিং এর আওতায় আনায়ণ

⇒ বিদ্যালয় পর্যায়ে উন্নয়ণ পরিকল্পনা (স্লীপ) বাস্তবায়ন।

⇒ বিদ্যালয় পর্যায়ে খেলাধুলাসহ সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার করা

⇒ ই-মনিটরিং এর আওতায় পরিদর্শন কার্যক্রম ফলপ্রসূ ও জোরদার করা

⇒ প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা।

 

ভবিষ্যৎ পরিকল্পনাঃ

ভবিষ্যৎ পরিকল্পনাঃ  

পাটগ্রাম উপজেলাধীন সকল প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আধুনিক পদ্ধতিতে শিক্ষা প্রদানের লক্ষ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান এবং শিশুরা আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলবে। প্রতিটি বিদ্যালয় সবুজায়নের লক্ষ্যে মাঠ আঙ্গিনায় পর্যাপ্ত পরিমাণ বৃক্ষের চারা রোপণ কার্যক্রম জোরদার করণ। প্রতিটি বিদ্যালয় পরিস্কার পরিচ্ছতা রাখা। সকল শিক্ষার্থীর ছবিসহ আইডিকার্ড ও ডাটাবেজ প্রণয়নসহ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা এবং অবকাঠামো নির্মাণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। ঝরেপড়া ও স্কুল বর্হিভূত শিশুদের বিদ্যালয়ে ফিরে আনয়ন এবং তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা হবে। সকল শিশুর জন্য সমতাভিত্তিক ও মানসন্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করা হবে। আগামী মুজিব বর্ষে শতভাগ শিক্ষার্থী সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পড়তে পারার ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সাম্প্রতিক কর্মকান্ডঃ

সাম্প্রতিক কর্মকান্ড

১। প্রথমিক শিক্ষা সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন

২। বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন নিশ্চিতকরণ

৩। কাঙ্খিত শিখনফল অর্জন নিশ্চিতকরণ

৪। শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন

৫। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন

৬। বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় জনগনকে সম্পৃক্তকরণ

৭। মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়ন

৮। প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন

৯। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন।

  • সূত্র- উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট।